• Breaking News

    আসসালামু আলাইকুম, Hello everybody!!!! সবাই ভালো আছেন? আমাদের কিসের অভাব? কিসের অভাব??? শিক্ষা, সংস্কৃতি, যোগ্যতা? সব ই আছে শুধু দরকার একটা উপযুক্ত ক্ষেত্র এর। যেখানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারব নিজেই। হাঁ বন্ধুরা! সে লক্ষেই কলাপারাকে সমৃদ্ধির মাইলফলক হিসেবে তৈরি করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু আপনাদের সবার সহযোগিতা চাইছি। সবাই মিলে একটা সুন্দর শহর, সুন্দর ভবিষ্যৎ, কর্মমুখী নতুন প্রজন্ম গড়ব এই প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। কার্যপ্রণালী, আপডেট এবং এই অগ্রযাত্রায় আপনিও শামিল হউন।

    শনিবার, ৪ জুলাই, ২০১৫

    আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানাঃ-

    আসস্লামু আলাইকুম,  আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কচ্ছপ গতিতে এগুচ্ছে, কিছুটা ভৌগলিক কারনে, কিছুটা সামাজিক কারনে এবং কিছুটা অদক্ষ বেবস্থাপনার কারনে। ইনশা আল্লহ, খুব শিগ্রই এই দুরবস্থা কাটিয়ে আমাদের সাফল্য নিশ্চিত করবো। আপনারা জানেন পটুয়াখালীর কলাপারা একটা উপকূলীয় অঞ্চল,  এখানে  অন্য, বস্র, শিক্ষা, বাসস্থান চিকিৎসা প্রায় প্রতিতা ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে দায় সারা মাত্র।  ঝড় জলোচ্ছ্বাস এর সাথে লড়াই করে জীবিকা নিশ্চিত করাই অনেকের পক্ষে  অসম্ভব হয়ে পরে, সেখানে বিলাসিতা আর উচ্চ- শিক্ষা????  কল্পনা মাত্র। যদিও বর্তমান সরকারের মেয়াদে প্রশংসনীয় উন্নতি অস্বীকার করার মত নয়।  খুব দ্রুত এই অচল অবস্থা থেকে আমদের উত্তরন হবে।

    ইতিমধ্যে কলাপারাতে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর (পায়রা ) স্থাপিত হয়েছে,  পাশাপাশি, তথ্য- ও প্রযুক্তির
     নতুন  দ্বার থ্রি- জি বেবস্থা চালু হয়েছে।

     তাই, নিজকে সময়ের  সাথে এগিয়ে নিয়ে যান সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। তবে দেরি কেন? এখনি শুরু হোক নতুন পথের যাত্রা.........।
    আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানাঃ-

    কলাপারা নতুন বাজার, (সাময়িক স্থগিত)
    কলাপারা, পটুয়াখালী।

    আপনারা ই মেইল  এ যোগাযোগ করতে পারেন।
    ইমেইলঃ- piyausmahmudjisan@gmail.com (admin)

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel