• Breaking News

    আসসালামু আলাইকুম, Hello everybody!!!! সবাই ভালো আছেন? আমাদের কিসের অভাব? কিসের অভাব??? শিক্ষা, সংস্কৃতি, যোগ্যতা? সব ই আছে শুধু দরকার একটা উপযুক্ত ক্ষেত্র এর। যেখানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারব নিজেই। হাঁ বন্ধুরা! সে লক্ষেই কলাপারাকে সমৃদ্ধির মাইলফলক হিসেবে তৈরি করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু আপনাদের সবার সহযোগিতা চাইছি। সবাই মিলে একটা সুন্দর শহর, সুন্দর ভবিষ্যৎ, কর্মমুখী নতুন প্রজন্ম গড়ব এই প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। কার্যপ্রণালী, আপডেট এবং এই অগ্রযাত্রায় আপনিও শামিল হউন।

    রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

    SSC/Dakhil Exam Routine 2016 (এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার সময়সূচি ২০১৬)

    এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার সময়সূচি ২০১৬
    পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। এমসিকিউ এবং সৃজনশীল/রচনামূলক পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে। সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। ৯ থেকে ১৪ মার্চ হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel