• Breaking News

    আসসালামু আলাইকুম, Hello everybody!!!! সবাই ভালো আছেন? আমাদের কিসের অভাব? কিসের অভাব??? শিক্ষা, সংস্কৃতি, যোগ্যতা? সব ই আছে শুধু দরকার একটা উপযুক্ত ক্ষেত্র এর। যেখানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারব নিজেই। হাঁ বন্ধুরা! সে লক্ষেই কলাপারাকে সমৃদ্ধির মাইলফলক হিসেবে তৈরি করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু আপনাদের সবার সহযোগিতা চাইছি। সবাই মিলে একটা সুন্দর শহর, সুন্দর ভবিষ্যৎ, কর্মমুখী নতুন প্রজন্ম গড়ব এই প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। কার্যপ্রণালী, আপডেট এবং এই অগ্রযাত্রায় আপনিও শামিল হউন।

    রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

    ৫ মিনিটে নিয়ে নিন নিজের আইডি কার্ড । স্টেপ বাই স্টেপ নিয়ম দেয়া আছে …শেয়ার করে বন্ধু দের জানিয়ে দিন ।


    আপনি ভোটার হয়েছেন কিন্তু NID Number পাচ্ছেন না SIM নিবন্ধন করবেন কি করে ? আপনার কাছে যদি আপনার ভোটার নিবন্ধনের সময় প্রপ্ত স্লিপ নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে আপনার NID Number পাচ্ছেন সাথে সাথে আপনি আপনার নিজের NID CARD এর পিডিএফ ডাউনলোড দিতে পারবেন আর ব্যবহার করতে পারবেন সকল কা জে । NID CARD এর নিবন্ধনের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ- https://services.nidw.gov.bd/voter_center [ নিচে এন.আই.ডি অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার তথ্য ও ভোট কেন্দ্রের তথ্য দেখুন ] লগ ইন করার পর, আপনি পেয়ে গেলেন আপনার NID নাম্বার এখন পুরো আইডি কার্ড ডাউনলোড দিতে হলে আরও ২ মিনিট কষ্ট করতে হবে । প্রথমেই রেজিস্টার করুন। আপনি যদি জাতীয় পরিচয় নিবন্ধন করে থাকেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাসমূহ পেতে নিচে রেজিষ্ট্রেশন করুন। যদি এখনও নিবন্ধন না করে থাকেন তবে এখানে ক্লিক করে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করুন।] :: ভোটারের তথ্য :: বক্স এ আপনার দরকারি তথ্যগুলো নির্ভুলভাবে বসান। :: রেজিষ্টার :: শেষ করে লগ ইন করলে নিচের মত অপশন আসবে এখান থেকে লগ ইন করুনঃ- লগ ইন করার সময় আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটা ৬ সংখ্যার কোড পাঠানো হবে, মোবাইলের ইনবক্স চেক করে কোডটি ফরম এ বসিয়ে এগিয়ে জানঃ- এভাবে এবার ফাইনাল, কাজ সারা, আরমসে ঘুম দেন, কাজ শেষ করার পর, “””” পরিচয় বিবরণী “””” ক্লিক করে Download করা যাবে । হাঁ হাঁ হাঁ- এখানে আপনার ডিজিটাল চেহারাখানা দেখে বেহুঁশ হইয়েন না, এটাই আপনি, আসল রুপ, ফটোশপ ছাড়া। এবার, “””” পরিচয় বিবরণী “””” তে ক্লিক করে আপনার আই ডি কার্ডের কপি টি সংগ্রহ করুন, যতদিন না ডিজিটাল মেশিন হাতে পাচ্ছেন, আরামসে সব জায়গায় ব্যবহার করুন। এতক্ষন কষ্ট করে আমার নির্দেশনা ফলো করার জন্য ধন্যবাদ দিলাম না, আসলে চা খাইয়া যাইয়েন। 1

    1 টি মন্তব্য:

    Fashion

    Beauty

    Travel