• Breaking News

    আসসালামু আলাইকুম, Hello everybody!!!! সবাই ভালো আছেন? আমাদের কিসের অভাব? কিসের অভাব??? শিক্ষা, সংস্কৃতি, যোগ্যতা? সব ই আছে শুধু দরকার একটা উপযুক্ত ক্ষেত্র এর। যেখানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারব নিজেই। হাঁ বন্ধুরা! সে লক্ষেই কলাপারাকে সমৃদ্ধির মাইলফলক হিসেবে তৈরি করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু আপনাদের সবার সহযোগিতা চাইছি। সবাই মিলে একটা সুন্দর শহর, সুন্দর ভবিষ্যৎ, কর্মমুখী নতুন প্রজন্ম গড়ব এই প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। কার্যপ্রণালী, আপডেট এবং এই অগ্রযাত্রায় আপনিও শামিল হউন।

    মঙ্গলবার, ১০ মে, ২০১৬

    সবার আগেই এস এস সি রেজাল্ট জানুন (মার্কশীট সহ )






    আসসালামু আলাইকুম,
    [আল্লাহ্‌র নেয়ামত তারাই পায়, যারা আল্লাহ্‌র কাছে নেয়মত চায় এবং এর জন্য পরিশ্রম করে।]
    অনেক শুভকামনা নতুনদের। শিক্ষা হোক বিবেকের, সার্টিফিকেটের নয়। সুন্দর হোক প্রতিটি পথচলা।


    আপনার মোবাইল থেকে SMS এর মাধ্যমে যেভাবে জানবেনঃ-

    creat Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস রোল নম্বর স্পেস পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।


    অর্থাৎ আপনি যদি বরিশাল বোর্ডের পরীক্ষার্থী হন এবং আপনার রোল যদি ১২৩৪৫৬ হয়। তাহলে আপনার মেসেজ টি হবে-

    ►SSC BAR 123456 2016

    আপনি মাদ্রাসা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।

    ►Dakhil Mad 123456 2016 send to 16222

    আর আপনি কারিগরি শিক্ষা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।

    ►SSC Tec 123456 2016 send to 16222

    নিচে সকল বোর্ডের কী ওয়ার্ড দেয়া হল:-
    ►DHA = Dhaka Board
    ►COM = Comilla Board
    ►RAJ = Rajshahi Board
    ►JES = Jessore Board
    ►CHI= Chittagong Board
    ►BAR = Barisal Board
    ►SYL = Sylhet Board
    ►MAD = Madrasah Board
    ►DIN = Dinajpur Board

    ফলাফল যেন সবার ভাল হয় এই কামনা করি। আর ফলাফল ভাল না হলে মন খারাপ করার কারন নেই।
    ভাল মানুষ হতে হলে পরীক্ষার পাস দরকার হয় না। সার্টিফিকেট লাগে চাকুরীতে, অর্থ উপার্জনে, কিন্তু বিবেকের শিক্ষা সার্টিফিকেটে বন্দী না।
    যারা পৃথিবীকে বদলে দিয়েছে তাদের কপালে উচ্চশিক্ষা জোটে নি। সাইকেলের গ্যারেজে কাজ করে আবিস্কার করেছিল উড়োজাহাজ।
    হাজারো প্রমান আছে। তাই হতাশ নয়, ইনশা-আল্লাহ্‌ আগামি বছর দেখিয়ে দেবো।

    মিষ্টি কই আমার?


    এস এস সি এর রেজাল্ট আগামীকাল প্রকাশ করার কথা । এই রেজাল্ট পেতে এবং পরবর্তী সময়ে মার্কশীট পেতে http://www.educationboardresults.gov.bd/lite/index.php

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel